তৃণমূলে যোগ দিলেন দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি শঙ্কর মালাকার। বুধবার দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর উপস্থিতিতে তৃণমূল ভবনে দল বদল করেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের । সাম্প্রতিক সময়েও উত্তরবঙ্গের মাটিতে ভালো ফল করেছে বিজেপি । এই অবস্থায় বিধানসভা নির্বাচনের আগেই ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । কয়েকদিন আগেই এই লক্ষ্যে চা-বলয়ের গুরুত্বপূর্ণ নেতা তথা বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাকে দলে নিয়েছে তৃণমূল কংগ্রেস । সংগঠনকে আরও শক্তিশালী করতে এবার তাদের আরেক হাতিয়ার হতে চলেছেন উত্তরের প্রভাবশালী নেতা শঙ্কর মালাকার !
জোড়াফুলে যোগ দিলেন উত্তরবঙ্গের কংগ্রেস নেতা #ShankarMalakar #CongressLeader #NorthBengal #WestBengal #TMC #Drishtibhongi https://t.co/KexRplZ7Xo
— Drishtibhongi (@Drishtibhongi) June 4, 2025
আজ সকালেই দার্জিলিং জেলা কংগ্রেস কমিটির সভাপতির পদ থেকে শঙ্কর মালাকার কে অপসারিত করে কংগ্রেস। সেই সঙ্গে জাতীয় কংগ্রেসের সমস্ত পদ থেকে শঙ্কর মালাকারকে অপসারিত করা হলো বলে প্রদেশ কংগ্রেস এর তরফ থেকে সভাপতি শুভঙ্কর সরকার আজ এক বিবৃতিতে জানান। ওই বিবৃতিতে বলা হয়েছে, দার্জিলিং জেলা কংগ্রেস এর রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।সর্বভারতীয় কংগ্রেস কমিটির তরফ থেকে নির্দেশ না আসা পর্যন্ত ওই কমিটি দার্জিলিং জেলা কংগ্রেস এর সমস্ত কাজ পরিচালনা করবে।
হাত ছেড়ে জোড়াফুলে শঙ্কর মালাকার
Congress leader from North Bengal Sankar Malakar joins AITC pic.twitter.com/B2p6BAJU92
— Abir Ghoshal (@abirghoshal) June 4, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)