মুখ্যমন্ত্রীর কালীঘাটের (Kalighat) বাড়ির দোরগোড়ায় পৌঁছে গেল জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors) বাস। নির্ধারিত সময় থেকে প্রায় এক ঘণ্টা দেরিতে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনের একেবারে কাছে পৌঁছে যায় বাস জুনিয়র ডাক্। কালীঘাটে পৌঁছে একে একে বাস থেকে নেমে আসতে শুরু করেন চিকিৎসকরা। বাস থেকে নেমে সিকিউরিটি চেকিংয়ের পর মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রবেশ করেন জুনিয়র ডাক্তাররা। প্রসঙ্গত আজকের বৈঠকের জন্য চিকিৎসকদের ৩০ জনের একটি দল এবং দুজন স্টেনোগ্রাফার পৌঁছে যান কালীঘাটে। বৈঠকে যে কার্যবিবরণী তৈরি হবে, তা লিপিবদ্ধ করতেই ২ জন স্টেনোগ্রাফারকে নিয়ে চিকিৎসকরা কালীঘাটে পৌঁছন। এবার ওই স্টেনোগ্রাফারদের বৈঠকের সময় প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সেদিকে তাকিয়ে গোটা রাজ্য। সুপ্রিম কোর্টে আরজি কর-কাণ্ডের শুনানি রয়েছে মঙ্গলবার। তার আগে জুনিয়র ডাক্তারদের (Junior Doctors) বৈঠকের জন্য শেষবারের মত মেল করা হয় রাজ্য সরকারের তরফে।

আরও পড়ুন: RG Kar Case: প্রফেশনাল স্টেনোগ্রাফার নিয়ে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠকের জন্য যাচ্ছেন চিকিৎসকরা

দেখুন কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনের কাছে পৌঁছে গেল জুনিয়র জাক্তারদের বাস...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)