কলকাতাঃ শনিবার রাতে কলকাতার নারকেল ডাঙা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড(Fire)। ভস্মীভূত প্রায় ২০ টি ঝুপড়ি। মুহুর্মুহু সিলিন্ডার (Gas Cylinder)বিস্ফোরণের আওয়াজে কাঁপল গোটা এলাকা। এদিন রাত ১১ টা নাগাদ আগুন লাগে বলে খবর। স্থানীয়দের দাবি, এলাকায় একটি বড় লড়ি দাঁড় করানো ছিল, তাতে কার্টুন ভর্তি করা ছিল, সেখান থেকেই আগুন লাগে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে হাজির হয় দমকলের ১৫ টি ইঞ্জিন। আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল আধিকারিকদের/ পুড়ে ছাই কমপক্ষে ২০ টি ঝুপড়ি। জানা গিয়েছে, ওই এলাকার বেশকিছু ঝুপড়ি গোডাউন হিসেবে ব্যবহার করা হত। যাতে কাপড়, জুতো ইত্যাদি মজুত থাকত। ওই ঝুপড়িগুলির আর কোনও অস্তিত্ব নেই।
শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই নারকেল ডাঙা বস্তি
Massive fire breaks out at a slum in #Kolkata's Narkeldanga. Several shanties got caught in roaring flames. 10 fire tenders were pressed into action, and more were to be added. pic.twitter.com/FzBAG7pkIB
— Taaza TV (@taazatv) February 8, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)