দুর্গাপুজোর ছুটির মুখে যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে বড় সিদ্ধান্ত । বন্ধ করে দেওয়া হল বিশ্ববিদ্যালয়ের সব হস্টেল। বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের নির্দেশে এমনই পদক্ষেপ করেছে কর্তৃপক্ষ। ছুটির সময়ে যাতে কোনও বহিরাগত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে না পারে, তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। পুজোর ছুটি চলাকালীন যাতে সমস্ত হস্টেলের তালা বন্ধ থাকে, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে যাদবপুর থানাকে।

পুজোর সময় বন্ধ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেল-

বিশ্ববিদ্যালয় জানিয়েছে, যাদবপুর থানার পুলিশ সমগ্র পরিস্থিতির উপর কড়া নজর রাখবে। প্রয়োজনে পুলিশি সাহায্য নিয়ে নিরাপত্তা জোরদার করা হবে।পুজোর ছুটি শেষ হলে ফের খুলে দেওয়া হবে সমস্ত হস্টেল। তখন রাজ্য সরকার ও বিশ্ববিদ্যালয়, দু’পক্ষের আধিকারিকরা বসে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা-সহ যাবতীয় সমস্যার খতিয়ান নেবেন। সেই বৈঠকেই সিসিটিভি বসানো-সহ অন্যান্য পদক্ষেপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)