যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তি ও অগ্নিকাণ্ডে আরও একটি ছাত্রকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। শিক্ষাবন্ধু সমিতির অফিস আগুন লাগানোর অভিযোগে এবার গ্রেফতার করা হল সৌপ্তিক চন্দ্র নামের যাদবপুরের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের এক ছাত্রকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তৃণমূল সমর্থিত কর্মী সংগঠন  ‘শিক্ষাবন্ধু’-র অফিসে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে নেমে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে।

গত পয়লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার বার্ষিক সম্মেলনে যাওয়া রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু-র গাড়িতে হামলার অভিযোগ, পাল্টা অভিযোগের রাতে ‘শিক্ষাবন্ধু’র অফিসে আগুন ধরে যেতে দেখা যায়। অভিযোগ ছিল, ইচ্ছাকৃতভাবেই আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল অফিসে। এই আগুন লাগানোর অভিযোগের ঘটনায় সাহিল আলি নামের এক ছাত্রকে পুলিশের গ্রেফতার পর তিনি জামিন পান।

গ্রেফতার আরও এক ছাত্র

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)