পাহাড়ে লাগাতার বৃষ্টি ও সমতলের বৃষ্টিতে জল বাড়ছে কোচবিহারের নদীগুলিতে, কোচবিহার শহর সংলগ্ন তোরসা নদীতে জল বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় কোচবিহারে বৃষ্টি হয়েছে ৬১.২০ মিলিমিটার, তুফানগঞ্জে বৃষ্টি হয়েছে ১১৮.৬০ মিলিমিটার,মাথাভাঙায় বৃষ্টি হয়েছে ৫৮.২০ মিলিমিটার। আগামী কয়েক দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোচবিহারে। নদীগুলোর জল বাড়লেও এখনো বিপদ সীমার নিচে রয়েছে। সতর্ক রয়েছে জেলাপ্রশাসন।
তোরসার পাশাপাশি টানা বৃষ্টিতে ফুঁসছে তিস্তা ৷ যে কোনও মুহূর্তে নামতে পারে হড়পা বান ৷ আগে থেকে সাবধান হওয়ার আবেদন জানিয়েছে প্রশাসন ৷ পরিস্থিতি বেগতিক হলেই জলপাইগুড়িতে জারি হতে পারে লাল-হলুদ সতকর্তা ৷ ইতিমধ্যেই বৃহস্পতিবার তিস্তার গাজোলডোবা ব্যারেজ থেকে ছাড়া হয়েছে জল । ফলে সমতলে নিচু এলাকায় জল বাড়ার সম্ভাবনা আরও বেড়েছে । এই বিষয়ে সদর ব্লক প্রশাসনকে সতর্ক করা হয়েছে ।
পাহাড়ে লাগাতার বৃষ্টি ও সমতলের বৃষ্টিতে জল বাড়ছে কোচবিহারের নদীগুলিতে, কোচবিহার শহর সংলগ্ন তোরসা নদীতে জল বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় কোচবিহারে বৃষ্টি হয়েছে ৬১.২০ মিলিমিটার, তুফানগঞ্জে বৃষ্টি হয়েছে ১১৮.৬০ মিলিমিটার, pic.twitter.com/Lo6Q3WISLJ
— Akashvani Kolkata (@airnews_kolkata) June 14, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)