কলকাতা, ১৮ জানুয়ারি:  দীর্ঘ লড়াইয়ের পর আজ, মঙ্গলবার শেষ নি:শ্বাস ত্যাগ করলেন প্রবাদপ্রতীম কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ (Narayan  Debnath)। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তাঁর মৃত্যুতে বিশ্ব কমকিসের অপূরণীয় ক্ষতি হল বলে লিখলেন মুখ্যমন্ত্রী।

বাঁটুল দ্য গ্রেট, হাঁদা-ভোঁদা, নন্টে-ফন্টে-র মত চরিত্রের জন্ম দিয়ে তিনি আমাদের হৃদয় জুড়ে থেকে যাবেন বলেও লেখেন মমতা। ২০১৩ সালে নারায়ণ দেবনাথের হাতে রাজ্যের সর্বোচ্চ পুরস্কার বঙ্গ বিভূষণ তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরও পড়ুন : খোলা যাবে জিম, শ্যুটিংয়েও ছাড়, নয়া কোভিড গাইডলাইন নবান্নের

দেখুন টুইট

গত ২৪ ডিসেম্বর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। ফুসফুস, কিডনির নানারকম সমস্যা দেখা দিচ্ছিল। রবিরার তাঁকে ভেন্টিলেশনে পাঠানো হয়।

নার্সিংহোমে শয্যাশায়ী অবস্থাতেই দিনকয়েক আগে নারায়ণবাবুর হাতে তুলে দেওয়া হয় ‘পদ্মশ্রী’(Padma Shri) সম্মান। রাজ্যের মন্ত্রী অরূপ রায় (Arup Roy) এবং স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা গত বৃহস্পতিবার তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন। তাঁরাই প্রবীণ শিল্পীকে সম্মানিত করেন।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)