আরজি কর (RG Kar) খুনের তদন্ত কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) গুরুত্ব দিচ্ছেন, এমন কথাই জানালেন তিলোত্তমা (অভয়া)-র বাবা। নির্যাতিতার বাবা বললেন, "উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) প্রথম থেকেই তদন্তের বিষয়টি গুরুত্ব দিচ্ছিলেন। এবং এখন দেখতে পাচ্ছি খুনের তদন্তে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী। উনি আগেই বলেছিলেন সিবিআইয়ের হাতে তদন্ত দেবেন। কোনও সমস্যা যাতে না হয়, সঠিক পথে তদন্তের জন্যই আমরাও সিবিআই চেয়েছিলাম।"
দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে দেশজুড়ে প্রতিবাদ চলছে।
দেখুন ভিডিয়ো
এর পর কিছু নোংরা মানসিকতার অ- মানুষ নির্যাতিতার পিতার নামেও গুজব ছড়াবে, কুৎসা রটাবে।
কারণ এরা জাস্টিস নয় অন্য কিছু চায়। pic.twitter.com/upXDEjEamT
— Partha Kundu @aitcPartha (@ParthaDist) August 18, 2024
এদিকে, হাইকোর্টের পর আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে খুনের ঘটনার জল গড়াল সুপ্রিম কোর্টে (Supreme Court)। আরজি কর-কাণ্ডে এবার বড় পদক্ষেপ গ্রহণ করল দেশের সর্বোচ্চ আদালতের। মহিলা চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল সুপ্রিম কোর্ট। ২০ অগাস্ট মামলা শুনবে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ। সোমবার আদালত বন্ধ। তাই মঙ্গলবার আদালত খুললে প্রথমেই আরজি করের মামলা শুনবে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ।
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)