সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৭তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবসে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি জানান, বঙ্কিমচন্দ্র আধুনিক বাংলা সাহিত্যের গতিপথ নির্ধারণে এক নির্ণায়ক ভূমিকা নিয়েছিলেন। তা়ঁর সৃষ্ট চরিত্রগুলির গভীরতা, তাঁর ভাবনার অভিনবত্ব এবং তাঁর ভাষারীতি আজও আমাদের নিরন্তর অনুপ্রাণিত করে। 'বন্দে মাতরম' আমাদের জাতীয় চেতনার এক অবিচ্ছেদ্য অংশ।
এছাড়া এদিন যথাযোগ্য মর্যাদার সঙ্গে রাজ্য জুড়ে পালিত হচ্ছে। উত্তর ২৪ পরগণা জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের ব্যবস্থাপনা'তে এই মুহূর্তে নৈহাটির কাঁঠালপাড়ায় রাজ্যস্তরের অনুষ্ঠান শুরু হয়েছে। স্থানীয় সাংসদ পার্থ ভৌমিক সহ বিশিষ্টরা উপস্থিত ছিলেন। দিনভর সেখানে তা স্মরণ করে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং সন্ধ্যায় ও আলোচনাসভার আয়োজন করা হয়েছে। বঙ্গীয় সাহিত্য পরিষদের নৈহাটি শাখার উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)