তৃণমূল টিকিট না দেওয়ায় ব্যারাকপুর থেকে লোকসভা ভোটে লড়তে ফের বিজেপিতে যোগ দিচ্ছেন অর্জুন সিং (Arjun Singh)। সরকারীভাবে তৃণমূল ছেড়েছেন ব্যারাকপুরের সাংসদ। এবার দিল্লিতে গিয়ে বিজেপি-র পতাকা হাতে তোলা সময়ের অপেক্ষা। তবে অর্জুনকে দিল্লি বিজেপি-র নেতারা যত খুশিই হোক, রাজ্য বিজেপিতে কিন্তু অন্য হাওয়া বইছে। রাজ্য বিজেপির মুখপাত্র তরুণ জ্যোতি তিওয়ারি-র পর রাজ্য মহিলা মোর্চার রাজ্য সভাপতি ফাল্গুনি পাঠকত সরাসরি প্রকাশ্যে অর্জুনকে দলে নেওয়ার বিরোধিতা করলেন।
গতবার শেষ মুহূর্তে বিজেপিতে যোগ দিয়ে টিকিট পেয়ে তৃণমূলের দীনেশ ত্রিবেদীকে হারিয়ে সাংসদ হয়েছিলেন অর্জুন। তবে এবার তাঁর কাজটা গতবারের চেয়ে কঠিন। কারণ গতবার তাঁকে সংগঠনের সবাই স্বাগত জানিয়েছিল, এবং দীনেশ ত্রিবেদীকে প্রার্থী হিসেবে মেনে নেননি দলের একাংশ। কিন্তু এবার নৈহাটির বিধায়ক-মন্ত্রী পার্থ ভৌমিক-কে তৃণমূল প্রার্থী করায় জোড়া শিবির এখানে এগিয়ে রয়েছে।
দেখুন খবরটি
After BJP spokesperson Tarun Jyoti Tiwari, now BJP Mahila Morcha state president Falguni Patra has slammed the entry of Arjun Singh in the party.
The internal rift within Bengal BJP is only widening everyday.pic.twitter.com/2x32QkerQA
— Sourav || সৌরভ (@Sourav_3294) March 15, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)