সম্প্রতি রিয়েল মির তরফে জিটি নিও ৫ নামের একটি মোবাইল লঞ্চ করা হয়েছে।তবে কোম্পানির তরফে থেকে এর একটি লাইট ভার্সন বাজারে আনার প্রচেষ্টা চলছে।শোনা যাচ্ছে রিয়েল মির তরফে এই নতুন ফোন নিও জিটি ৫ এসই নামে বাজারে আনতে পারে কোম্পানি।তবে নাম যাই হোক না কেন, রিয়েল মি জিটি নিও ৫ এর থেকে সস্তার ফোন হবে এটি।
তবে এই নতুন ফোনের বেশ কিছু বৈশিষ্ট্য ফাঁস হয়েছে অনলাইনে। প্রথমিকভাবে এই ফোন লঞ্চ করা হবে চিনে। যা সম্ভবত রেডমির নোট টার্বোর সঙ্গে প্রতিযোগীতায় নামবে। এপ্রিলে লঞ্চ হবে এই স্মার্টফোন।
যে যে বৈশিষ্ট্য গুলি এই ফোনটিতে থাকবে তার মধ্যে উল্লেখযোগ্য হল এতে পাওয়া যেতে পারে ১.৫ হাজারে অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্জ রিফ্রেশ রেট থাকছে ফোনটিতে।কোয়ালকমের স্ন্যাপড্রাগনের ৭+ চিপ থাকবে স্মার্টফোনটিতে।৫০০০ এমএইচের ব্যটারি থাকছে এতে।ফাঁস হওয়া তথ্য থেকে জানা যাচ্ছে ফোনে থাকবে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা।
Realme GT Neo 5 Lite launch timeline, key specifications tipped https://t.co/ZAs3hzqBGo
— 91mobiles (@91mobiles) February 23, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)