গান শোনার জন্য এবার পেতে পারেন আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য। গুগল সম্প্রতি রিলিজ করেছে মিউজিক এলএম(MusicLM) নামের একটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স। একটি টেক্টটে বিবরণ দিলেই তার ওপরেই গান তৈরি করে দেবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের এই এআই টুল।
অ্যান্ড্রয়েড বা আইওএসে টেস্ট কিচেন অ্যাপে পাওয়া যাবে এই নতুন অ্যাপটি। এছাড়া প্রজেক্ট গেমফেস নামের আরও একটি হ্যান্ডস ফ্রি মাউস এনেছে সংস্থা। যার মাধ্যমে মাউসে হাত না দিয়েই মুখের ভঙ্গিমা এবং মাথা নাড়িয়েও পরিবর্তন করা যাবে মাউসের কার্সর। এছাড়া চোখের পাতা ফেলা বা ওঠানো এবং মুখ খোলার মাধ্যমেও সরানো যাবে মাউসের কার্সরকে।
জানুয়ারীতে মিউজিক এলএম এর বিষয়ে প্রথম ঘোষণা করা হলেও বর্তমানে এই টুল এখন পৌছে গেছে প্লে স্টোরের অ্যাপে।
#Google has released 'MusicLM' a new experimental AI tool that can generate high-fidelity music in any genre given a text description.
The tool was first announced in January this year and is now available to the public. pic.twitter.com/oYph6ysULy
— IANS (@ians_india) May 11, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)