ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে মেটা। ফেসবুক, ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপের মাদার কোম্পানি এবার ছাঁটাই করবে আরও কর্মচারী। বিশ্বে জুড়ে আর্থিক মন্দার জেরে ছাঁটাইয়ের পথে হেঁটেছে বহু কোম্পানি, এবার সেই পথকেই অনুসরন মেটার (Meta)। বেশ কিছুদিন আগেই প্রায় ১১ হাজার সংস্থাকে ছাঁটাই করেছিল এই সংস্থা।

জানা গেছে অ্যাড থেকে যে অর্থ ফেসবুকের আয় হত তার পরিমান কমেছে অনেকটাই। তা ছাড়া ইদানিং মেটার তরফ থেকে মেটাভর্স নামক প্রযুক্তির ওপর বেশি জোর দেওয়া শুরু হয়েছে। তাই প্রয়োজনের বাইরে অতিরিক্ত কর্মচারী ছেঁটে ফেলতে উদ্যত হয়েছে মার্ক জুকারবার্গের এই সংস্থা।

কোম্পানির পক্ষ থেকে কাজের পারফম্যান্সের ভিত্তিতে ছাঁটাই করা শুরু হবে। নতুন করে ছাঁটাইয়ের খবরে উদ্বিগ্ন সংস্থার কর্মচারীরা।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)