ভারতের বাজারে লঞ্চ হচ্ছে আইকুর নতুন স্মার্টফোন Z7 5G। আগের স্মার্টফোন Z6 এর উত্তরসূরি হিসেবে এই ফোনকে বাজারে এনেছে আইকু। এর হার্ডওয়্যারেও বেশ কিছু পরিবর্তনও করা হয়েছে।
এক নজরে দেখে নেওয়া যাক এর বেশ কিছু বৈশিষ্ট্য- এতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটির ৯৩০ প্রসেসর, অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম, ৪৪ ওয়াটের ফার্স্ট চার্জিং, ৯০ হার্জের অ্যামোলেড ডিসপ্লে। ৬.৩৮ ইঞ্চির এফএইচডি ডিসপ্লে মিলবে এই ফোনে। ফোনটির পেছনে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এছাড়া রয়েছে ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা। সামনের দিকে রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনে থাকছে ৪৫০০ এমএইচের ব্যাটারি।
৬ জিবি RAM এবং ১২৮ জিবি মেমোরির মডেলের দাম পড়বে ১৮, ৯৯৯ টাকা। ৮+১২৮ এর ক্ষেত্রে দাম হবে ১৯,৯৯৯ টাকা। ব্লু এবং কালো রঙে এই ফোন পাওয়া যাবে অ্যামাজনের অনলাইন সাইটে। ২১ শে মার্চ থেকে অনলাইনে মিলবে আইকু এর এই নতুন ফোন।
iQOO Z7 5G with MediaTek Dimensity 930, 64MP camera, 44W charging launched in India: price, specifications, sale date https://t.co/D01tgBDX86
— 91mobiles (@91mobiles) March 17, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)