French Open 2025: দীর্ঘ ২২ বছরের অপেক্ষা শেষ হল। ২২ বছর পর ফরাসি ওপেনের পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে খেলতে দেখা যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও খেলোয়াড়কে। গোটা দুনিয়ার টেনিসে রাজত্ব করলেও লাল সুড়কির কোর্টে পা পিছলে যায় মার্কিনীদের। এমন মিথ ভেঙে আন্দ্রে আগাসির পর এবার ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে খেলবেন মাক্কিন তারকা টমি পল। রবিবার চতুর্থ রাউন্ডে টুর্নামেন্টে দ্বাদশ টমি স্ট্রেট সেটে ৬-৩,৬-৩, ৬-৩ হারালেন অস্ট্রেলিয়ার আলেক্সি পপিরিন-কে। ২৮ বছরের ফ্লোরিডার চেনিস তারকা টমি পল এর আগে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল, ও গত বছর উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন, কিন্তু এর আগে কখনও ক্লে কোর্টের ফরাসি ওপেনের শেষ আটে উঠতে পারেননি। প্রসঙ্গত, আগাসি ২০০৩ ফরাসি ওপেনের সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে উঠে হেরে গিয়েছিলেন।
এদিকে, তিনবার ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে উঠলেন ইউক্রেনের এলিনা সোয়াইতোলিনা। ইতালির তারকা তথা চতুর্থ বাছাই জাসমিন পাওলিনিকে ৪-৬, ৭-৬, ১-৬ হারালেন সোয়াইতোলিনা।
টমি পলের নজির
Tommy Paul becomes the first American man to reach the Roland Garros quarterfinals since Andre Agassi in 2003.
🇺🇲❤ pic.twitter.com/CHR4TDYJrs
— The Tennis Letter (@TheTennisLetter) June 1, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)