টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় ম্যাচেই রোমহর্ষক ম্যাচ দেখল ক্রিকেট দর্শকরা। আইসিসি পুরুষদের টি২০ বিশ্বকাপ ২০২৪-এর তৃতীয় ম্যাচে খেলতে নেমেছিল নামিবিয়া জাতীয় ক্রিকেট দল বনাম ওমান জাতীয় ক্রিকেট দল। এই ম্যাচে নামিবিয়া টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করে ওমান 19.4 ওভারে 109 রানে গুটিয়ে যায়। ওমানের হয়ে সর্বোচ্চ ৩৪ (৩৯) রান করেন খালিদ কাইল। যেখানে নামিবিয়ার হয়ে রুবেন ট্রাম্পেলম্যান ৪ ওভারে ২১ রান দিয়ে ৪ উইকেট নেন।অভিজ্ঞ খেলোয়াড় ডেভিড উইজি (David Wiese) ৪ ওভারে ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি নর্দার্ন নামিবিয়া জাতীয় ক্রিকেট দলের। খাতা না খুলেই আউট হন মাইকেল ভ্যান লিঙ্গেন।রান তাড়া করতে নেমে নামিবিয়াও আটকে যায় ১০৯ রানে।
Drama in Barbados 😯
Scores tied and we are headed to a Super Over 👀#NAMvOMA | #T20WorldCuphttps://t.co/91tQbSSMFt
— ICC (@ICC) June 3, 2024
নামিবিয়ার হয়ে সুপার ওভারে ব্যাটিং নামেন অভিজ্ঞ ডেভিড উইজে। সঙ্গী এরাসমাস। সুপার ওভারে ২১ রান তোলে নামিবিয়া। উইজের অবদান ৪ বলে ১৩ রান। দু-রান নিয়ে খাতা খোলে ওমান। দ্বিতীয় বলেই নাসিম খুশির উইকেট নেন উইজে(David Wiese)। এরপর নামিবিয়ার জয় ছিল সময়ের অপেক্ষা। সুপার ওভারে ১ উইকেটে মাত্র ১০ রান করে ওমান। দুর্দান্ত জয় ছিনিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে নামিবিয়া।
David Wiese's stunning performance in the Super Over helps Namibia overcome Oman in an enthralling #T20WorldCup 2024 encounter 🔥#NAMvOMAhttps://t.co/gVfFU1TX1h
— ICC (@ICC) June 3, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)