ভারত সরকারের 'খেলো ইন্ডিয়া' (Khelo India) উদ্যোগের আওতায় পঞ্চম 'খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস'(Khelo India Youth Games) চলবে ৩০ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি, ২০২৩ পর্যন্ত। মধ্যপ্রদেশ ও নয়াদিল্লির আটটি শহরে মোট ১১টি ভেন্যুতে ২০২২ সালের খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসের আয়োজন করা হয়েছে। গত বছর থেকে খেলো ইন্ডিয়া যুব গেমসের পরিসর বৃদ্ধি পেয়েছে। গত বছর থেকে ২৫টি ক্রীড়া তালিকায় ফেন্সিং(Fencing) এবং জলক্রীড়া ক্যানোয়িং (Canoeing), কায়াকিং (Kayaking) এবং স্ল্যালমকে (Slalom) অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০১৮-র উদ্বোধনী আসরে খেলো ইন্ডিয়া যুব গেমসে পদক তালিকায় হরিয়ানা শীর্ষে থাকলেও ২০১৯ ও ২০২০-তে খেতাব জিতে নেয় মহারাষ্ট্র। গত বছর হরিয়ানা ১৩৭টি পদক, ৫২টি সোনা, ৩৯টি রুপো ও ৪৬টি ব্রোঞ্জ জিতেছিল। ৪৫টি সোনা ও ৪০টি রুপো ও ব্রোঞ্জ মিলিয়ে ১২৫টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে ছিল মহারাষ্ট্র।
দেখে নিন খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস-এর পদক তালিকা
Medal Tally of Day 12 of #KheloIndia Youth Games 2022 👇
Do you think the Winners are decided or NOT YET??!! Cheer out loud for your state🤩👍#KIYG2022 #KheloIndiaInMP@yashodhararaje pic.twitter.com/WN0HGbITat
— Khelo India (@kheloindia) February 10, 2023
খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস-এ দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭৩টি সোনা, ৫৮০টি রুপো ও ৭৮৩টি ব্রোঞ্জ সহ মোট ১,৯৩৬টি পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে ৬,০০০-এরও বেশি ক্রীড়াবিদ। এই মুহূর্তে খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসের দ্বাদশ দিনের শেষে ৫৩টি স্বর্ণ, ৫৪টি রুপো ও ব্রোঞ্জ মিলিয়ে ১৫৪টি মেডেল নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে মহারাষ্ট্র, ১০টি স্বর্ণ, ১২টি রুপো ও ব্রোঞ্জ মিলিয়ে ৩৬টি মেডেল নিয়ে নয় নম্বরে নেমে এসেছে বাংলা।
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)