জীবনের নতুন চ্যালেঞ্জ শুরু করতে চলেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ক্রিকেটার হিসেবে দু দুটো বিশ্বকাপ জিতেছেন। অধিনায়ক হিসেবে দু বার কলকাতা নাইট রাইডার্সকে খেতাব এনে দিয়েছেন। দেশকে বহু ম্যাচে জিতিয়েছেন। খেলা ছাড়ার পর রাজনীতিবিদ হিসেবে বড় ব্যবধানে ভোটে জিতে দু'বার সাংসদ হয়েছেন। আইপিএলে কেকেআর-এর মেন্টর হতেই শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি চ্যাম্পিয়ন হয়েছেন।

গম্ভীর যাতে হাতে দেন তাতেই যেন সোনা ফলে। সেই গম্ভীর এবার ভারতের জাতীয় দলের কোচ হয়েছেন। আর কোচ হয়ে কাজ শুরুর আগে অসমের গুয়াহাটির কামাক্ষা মন্দিরে পুজো দিলেন গম্ভীর। ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ থেকে ভারতীয় দলের কোচ হিসেবে গম্ভীরের পথ চলা শুরু হচ্ছে।

দেখুন কামাক্ষা মন্দিরে পুজো দিলেন কোচ গৌতম গম্ভীর

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)