IND vs WI 1st Test: ব্য়াটিং অনুশীলন না করে, দ্রুত জয়ের লক্ষ্যেই ঝাঁপালেন ভারত অধিনায়ক শুভমন গিল। আজ, শনিবার আমেদাবাদের টেস্টের তৃতীয় দিনে আর ব্যাট করল না ভারত। ৫ উইকেটে ৪৪৮ রানেই টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস পরিসমাপ্তি ঘোষণা করেন গিল। মনে করা হচ্ছিল আরও একটাও বা দেড়টা সেশন ব্যাট করে ডিক্লেয়ার দেবে ভারত। কিন্তু প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ের হাল দেখে গিল-গম্ভীররা মনে করলেন ২৮৬ রানের লিডেই আসবে ইনিংসে জয়। প্রথম ইনিংসে ২৮৬ রানের লিড নিয়ে ডিক্লেয়ার করলেন গিল। ইনিংস হার রোখাই এখন দুর্বল ক্যারিবায়নদের নৈতিক জয়। সেই লক্ষ্যেই দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছেন রোস্টন চেজরা।
রবীন্দ্র জাদেজা ১০৪ রানে ও ওয়াশিংটন সুন্দর ৯ রানে অপরাজিত থাকলেন। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১৬২ রানে অল আউট হয়েছিল। সব ঠিক থাকলে আমেদাবাদে টি-এর আগেই জয় আসার কথা টিম ইন্ডিয়া। দুই ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে থেকে ১০ অক্টোবর থেকে দিল্লিতে নামছেন গিলরা।
দেখুন খবরটি
🚨 INDIA DECLARE AT 448/5 🚨
- Jurel – 125(210)
- Jadeja – 104*(176)
- Rahul – 100(197)
- Gill – 50(100)
- Jaiswal – 36(54)
India lead by 286 runs - total domination in Ahmedabad 🇮🇳🔥#INDvsWI #TestCricket pic.twitter.com/Kbkb7cfjNf
— HEMANT GAUTAM (@indian_Cricket4) October 4, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)