আচমকাই ধর্মশালার মাঠ ঢেকে গেল ঘন কুয়াশায়। আর তাই আচমকা বন্ধ করে দিতে হল বিশ্বকাপে ভারত-নিউ জিল্যান্ড। কিছুক্ষণ পর অবশ্য কুয়াশা সরে যাওয়ার পর ফের খেলা শুরু হয়। তখন ধর্মশালায় জমে উঠেছিল ম্যাচ। নিউ জিল্যান্ড প্রথমে ব্যাট করে ২৭৩ রান তোলার পর রোহিত শর্মা (৪৬), শুবমন গিল (২৬) আউট হয়ে যান। ভারতের স্কোর যখন ১৫.৪ ওভারে ২ উইকেটে ১০০ রান তখনই কুয়াশায় ঢুকে যায় মাঠ। বল দেখতে পারছি না বলে কিউই ক্রিকেটাররা আম্পায়ারদের অভিযোগ জানেন।
এরপর বন্ধ করে দিতে হয় ম্যাচ। তখন ক্রিজে ছিলেন বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার। তবে ২০-২৫ মিনিট পর ফের শুরু হয়েছে ম্যাচ।
দেখুন ধর্মশালার মাঠে ভিডিয়ো
ICC World Cup match between India and NZ Play stopped at #Dharamshala due to haze.#haze is an atmospheric phenomenon where dust, smoke, and dry particles in the air obscure the sky’s clarity.#CWC2023 #IndiavsNewzealand #IndvsNz #ICCCricketWorldCup #Shami #Dharmasala pic.twitter.com/Ht2XlFIX0V
— know the Unknown (@imurpartha) October 22, 2023
রবিবার ধর্মশালায় ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে দুরন্ত ইনিংস কিউই ব্যাটার ড্যারি মিচেলের। রোহিত শর্মার তারকাখচিত বোলিং লাইনআপকে অনায়াসে সামলে মিচেল করলেন ১৩০ রান। বিশ্বকাপে ভারতের মাটিতে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে এটাই কোনও কিউই ক্রিকেটারের প্রথম সেঞ্চুরি। মিচেল-রচিন রবীন্দ্রর দুরন্ত ইনিংসে ভর করে নিউ জিল্যান্ড করল ২৭৩ রান। তার মানে চলতি বিশ্বকাপে ভারতকে টানা পাঁচটে ম্যাচে জিততে গেলে করতে হবে ২৭৪। এদিন ধর্মশালায় দুরন্ত স্পেল করলেন মহম্মদ সামি। শার্দুল ঠাকুরের জায়গায় খেলতে নেমে শামি ৫৪ রান দিয়ে ৫ উইকেট নিলেন।
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)