২০১৪ সালে বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে গত দুটি বিশ্বকাপে গ্রুপ লিগ থেকে বিদায় নেওয়ার মহালজ্জা হজম করেছে জার্মানি। ক বছর আগেও বিশ্ব ফুটবলে জার্মানদের দাপটে ম্লান লাগত বাকিদের। কিন্তু গত ৫ বছর ধরে পুরোপুরি বদলে জার্মানরা যেন বিশ্ব ফুটবলে হারিয়ে গিয়েছেন। তবে ইন্দোনশিয়ায় আয়োজিত অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের সেমিফাইনালে উঠে বিশ্ব ফুটবলে প্রত্যাবর্তনের হুঙ্কার দিল জার্মানি। শুক্রবার জার্কাতায় ছোটদের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেনকে ১-০ গোলে হারিয়ে শেষ চারে উঠল জার্মান যুব দল। ১২ বছর পর অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে জার্মানি।

গ্রুপের খেলায় সব কটা ম্যাচে জিতে শেষ ষোলোয় ওঠার পর, প্রি কোর্য়াটারে আমেরিকা যুক্তরাষ্ট্রকে ৩-২ গোলে হারিয়েছিল জার্মানি। ফাইনালে ওঠার লড়াইয়ে জার্মানদের এবার খেলতে হবে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে একটু পরেই মুখোমুখি হতে চলা ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের জয়ী দলের সঙ্গে।

দেখুন ছবিতে

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)