মাঝ আকাশে হাজির মৃত্যু। এবার উড়তে উড়তে মাঝ আকাশে ফেটে গেলে বিমানের (Engine Blast In Plane) ইঞ্জিন। ফলে উড়ন্ত বিমানে (Flight) ক্রমাগত আগুন ঝলসে উঠতে দেখা যায়। ২৭৩ জনকে নিয়ে বিমানটি যখন উড়তে শুরু করে, সেই সময় হঠাৎ করেই ইঞ্জিন বিস্ফোরিত হয়। ফলে বিমানের শরীরে তখন আগুনের স্ফূলিঙ্গ দেখা যায়। গ্রিস (Greece) থেকে জার্মানিতে (Germany) যাওয়ার পথে কনর বোয়িংয়ে এমন ঘটনা চোখে পড়ে। মাঝ আকাশে উড়ন্ত বিমানে যখন আগুনের স্ফূলিঙ্গ দেখা দেয়, সেই সময় মৃত্যু যেন স্বয়ং হাজির হয় যাত্রীদের কাছে। পরপর ২৭৩ জন যাত্রীর প্রাণ সংশয় দেখা দেয়।
তবে কোনওক্রমে মৃত্যুর সেই করাল গ্রাসের থাবা থেকে ২৭৩ জন যাত্রীর প্রাণ রক্ষা করা হয়। চালক তড়িঘড়ি বিমানটিকে নিকটবর্তী বিমানবন্দরে নামিয়ে নিয়ে যান। ফলে বিমানে থাকা ২৭৩ জন যাত্রীর প্রাণ রক্ষা পায় কোনওক্রমে।
গ্রিস থেকে জার্মানিতে যাওয়ার পথে কনডর বোয়িংয়ের এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয় হু হু করে। যা দেখে মানুষ শিউরে উঠতে শুরু করেন।
দেখুন মাঝ আকাশে কীভাবে বিমানের গায়ে আগুনের স্ফূলিঙ্গ দেখা দেয়...
273 passengers cheat death!
Condor #Boeing 757 catches
fire mid-air following an engine blast. Plane was flying from Corfu Greece to Düsseldorf Germany
Emergency landing in Brindisi. All passengers safe but stranded on airport floors as #condor says no hotel rooms! pic.twitter.com/YgY9IrsYBz
— Nabila Jamal (@nabilajamal_) August 17, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)