৯ জুন, সোমবার মিউনিখে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নেতৃত্বে শিরোপা জয় করেছে পর্তুগাল। দ্বিতীয়বার দেশের জন্য উয়েফা নেশনস লিগ এনে দিতে পেরে স্বাভাবিক ভাবেই খুশি ৪১ বছরের ক্রিশ্চিয়ানো। তাঁর এই জয় উদযাপন করতে বান্ধবী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে উয়েফা নেশনস লিগ ২০২৪-২৫ ট্রফি হাতে পোজ দিয়েছেন তিনি।

গতবারের চ্যাম্পিয়ন স্পেন ও ফর্মে থাকা পর্তুগালের মধ্যে ফাইউনাল ম্যাচ ছিল টানতান উত্তেজনাময়। অতিরিক্ত সময় শেষে ২-২ গোলে সমতায় থাকার পর রোমাঞ্চকর পেনাল্টি শুটআউটে স্পেন জাতীয় ফুটবল দলকে হারিয়ে ইতিহাসে দ্বিতীয়বারের মতো উয়েফা নেশনস লিগ জিতেছে পর্তুগাল জাতীয় ফুটবল দল। উল্লেখ্য ১-২ গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে পর্তুগালের হয়ে সমতাসূচক গোল করে খেলার মোড় ঘুরিয়ে দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

উয়েফা নেশনস লিগ ট্রফি নিয়ে বান্ধবী জর্জিনার সঙ্গে  বিশেষ পোজে ক্রিশ্চিয়ানো

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)