Bengaluru FC vs Odisha FC Video Highlights: বুধবার বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগে ওড়িশা এফসির কাছে ২-৩ গোলে হেরে যায় ১০ জনের বেঙ্গালুরু এফসি। দ্বিতীয়ার্ধের শুরুতে জেরি মাউইহমিংথাঙ্গা খুব কাছ থেকে বল জালে জড়ানোর আগে দিয়েগো মরিসিও দুটি শক্তিশালী পেনাল্টি দিয়ে গোল করে ওড়িশাকে এগিয়ে দেন। কিন্তু ম্যাচের শুরুর ঘটনা ছিল বেশ নাটকীয়। ম্যাচ শুরুর ১০ মিনিটের মাথায় এডগার মেনডেজ গোল করে বেঙ্গালুরুকে লিড নিতে সাহায্য করেন। এরপর আরও তিন মিনিটের মাথায় গোল করেন সুনীল ছেত্রী। এরপর ২৬ মিনিটে রোশানের রিভার্স বল মাউরিসিও তাড়া করলে সুযোগ নষ্ট করেন ডিফেন্ডার আলেকজান্ডার জোভানোভিচ। রেফারি প্রতীক মণ্ডল পেনাল্টির জন্য বাঁশি বাজিয়ে অস্ট্রেলিয়ানকে বিদায় করে দেন। এরপর ওড়িশা বেঙ্গালুরুর ওপর চাপ বাড়াতে থাকে এবং হাফ টাইমের আগেই খেলা সমতায় ফেরে। এই ম্যাচ শেষে বেঙ্গালুরু তিন নম্বরে এবং ওড়িশা ছয় নম্বরে রয়েছে। ISL 2024-25 Video Highlights: হায়দরাবাদের বিপক্ষে ড্র বেঙ্গালুরুর, রেড কার্ডে গোল শূন্য ড্র কেরল-নর্থইস্টের; দেখুন ভিডিও হাইলাইটস

বেঙ্গালুরু এফসি বনাম ওড়িশা এফসি ভিডিও হাইলাইটস

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)