সৌদি আরবে রোনালদোর বিপক্ষে খেলার সুযোগ কিংবা বার্সেলোনার পুনর্মিলনী চুক্তি বাদ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে তার পরবর্তী গন্তব্য হিসেবে বেছে নিয়েছেন লিওনেল মেসি। স্প্যানিশ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে লিওনেল মেসি জানিয়েছেন, মেজর লিগ সকার দল ইন্টার মিয়ামির হয়ে খেলবেন তিনি। গত দুই মরসুম প্যারিস সেইন্ট জার্মেইতে কাটিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। শনিবার ক্লাবটির হয়ে নিজের শেষ ম্যাচ খেলছেন তিনি। ২০২১ সালে বার্সেলোনা থেকে চলে আসার পর পিএসজিতে কেরিয়ারের বেশিরভাগ সময় কাটিয়েছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। বার্সেলোনার আর্থিক অবস্থা দেখে তাকে সই করানোর জন্য আর অপেক্ষা করতে চাননি মেসি। অন্যদিকে, আমেরিকার ক্রীড়াতে মেসির প্রবেশ সকার লিগে অন্য মাত্রা যোগ করবে। কারন এই পদক্ষেপের ফলে, মেসি সঙ্গে সঙ্গে একজন মার্কিন ক্রীড়া আইকন হয়ে ওঠবেন তাঁর সঙ্গে ডেভিড বেকহ্যামের দল হিসেবে বিষয়টিকে আরও বড় করে তোলে।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)