কাতালানের ক্লাবটিকে শিরোপা জিতিয়ে পেলেন হান্সি ফ্লিক (Hansi Flick) । ফ্লিকের কোচিংয়ে এবার ঘরোয়া ফুটবলে দুর্দান্ত এক মরসুম কাটাল বার্সেলোনা। স্পেনের শীর্ষ লিগের (La Liga’s 2024–25) শিরোপা পুনরুদ্ধার করেছে তারা। রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে দুই রাউন্ড বাকি থাকতে থাকতেই শিরোপার নিশ্চিত করেছে তারা। এই আসরে ৩৮ ম্যাচে দলটি করেছে ১০২ গোল। ইউরোপের শীর্ষ ৫ লিগে এবারের মরসুমে যা হয়েছে সর্বোচ্চ।

চলতি মরসুমে ৩ বার মাস সেরা কোচের (Monthly Best Coach Award) পুরস্কার জেতেন ফ্লিক। হোসে বোর্দালাস (গেটাফে), মানোলো গঞ্জালেজ (স্প্যানিয়ল), ম্যানুয়েল পেলেগ্রিনি (রিয়াল বেটিস), মিশেল সানচেজ (গিরোনা), আর্নেস্তো ভালভার্দে (অ্যাথলেটিক ক্লাব) এবং দিয়েগো সিমিওনে (অ্যাটলেটিকো মাদ্রিদ)দের মতো অভিজ্ঞ ও খ্যাতিমান কোচদের পেছনে ফেলে বার্সেলোনায় নিজের প্রথম মরসুমেই জিতে নিলেন বর্ষসেরার পুরস্কার।

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)