আইএফএ শিল্ড ফুটবলে ইস্টবেঙ্গল আজ নামধারীএফ সি, র মুখোমুখি হবে। খেলা শুরু হবে দুপুর আড়াইটেয়।তিন দলের এই গ্রুপে ইস্টবেঙ্গল ৪-০ গোলে শ্রীনিধি ডেকান এফ সি কে হারিয়েছিল ।অন্যদিকে নামধারী এফ সি ৩-০ গোলে শ্রীনিধির বিরূদ্ধে জয়ী হয়েছিল। গোল পার্থক্যে এগিয়ে থাকায় আজকের ম্যাচে ড্র করলেই ফাইনালে পৌঁছে যাবে ইস্টবেঙ্গল।
ফাইনালের পথে ইস্টবেঙ্গল
𝗥𝗲𝗱 & 𝗚𝗼𝗹𝗱𝘀 - 𝗔𝘀𝘀𝗲𝗺𝗯𝗹𝗲! ✊
⚔️ Group A decider 🆚 Namdhari FC
🏟️ Kishore Bharati Krirangan
⏰ 2.30 PM
🎫 Free entry for all
📺 Live on the SSEN app#JoyEastBengal ❤️💛 #IFAShield 🛡️ pic.twitter.com/P3JJvptq7E
— East Bengal FC (@eastbengal_fc) October 14, 2025
কল্যাণীতে শিল্ডের প্রথম ম্যাচে শ্রীনিধি–কে ৪–০ হারিয়েছিল ইস্টবেঙ্গল। আবার নামধারীও শ্রীনিধিকে ৩–০ হারায়। শ্রীনিধিতে কোনও বিদেশি ছিল না। বাকিরাও জুনিয়র ফুটবলার। তাই দুই টিমের কোনও পরীক্ষা হয়নি। এখন যা পরিস্থিতি, ইস্টবেঙ্গলের ড্র করলেই চলবে। কারণ গোলপার্থক্যে নামধারীর চেয়ে এগিয়ে তারা। লাল হলুদ কোচ অস্কার অবশ্য ড্র–য়ের কথা ভেবে টিম নামাবেন না। তাঁর কথায়, ‘নামধারীর ডিফেন্স বেশ ভালো। কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলে। আমাদের খুবই সতর্ক থাকতে হবে।’
নতুন জাপানি স্ট্রাইকার হিরোশি ইবোকুশি প্র্যাক্টিসে নেমে পড়েছেন। কিন্তু সোমবার বিকেল পর্যন্ত তাঁর আন্তর্জাতিক ছাড়পত্র আসেনি। যদি শেষ মুহূর্তেও আসে, তা হলে হিরোশিকে টিমে রাখা হতে পারে।
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)