ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর প্রথম একাদশে থাকা সাত ফুটবলারকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছে এফসি গোয়া। তারা হলেন- আনোয়ার আলি, রিদিম টলাঙ, মাকান চোটে, হার্নান সান্তানা, মার্ক ভ্যালিয়েনতে, লেনি রডরিগেজ ও নংদাম্বা নাওরেম। ১৮ মাসের পর ফের দিল্লিতে ফিরছেন আলি। মেন ইন অরেঞ্জের হয়ে হিরো ইন্ডিয়ান সুপার লিগের ৩০টি ম্যাচের সবকটিতেই সেন্টার-ব্যাকের ভূমিকায় ছিলেন। আইএসএল, ডুরান্ড কাপ ও সুপার কাপে এফসি গোয়ার হয়ে ৪০টি করে ম্যাচ খেলেছেন চোটে ও টলাঙ। গত গ্রীষ্মে ভ্যালিয়েনতে এফসি গোয়ায় যোগ দিলেও ২০২২-২৩ মরসুমের মাঝপথে চোটের কারণে তাঁর খেলার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তার স্থলাভিষিক্ত সান্তনা সাতটি খেলায় অংশ নেন। রদ্রিগেজ দ্বিতীয়বারের মতো গৌরদের বিদায় জানান। ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে প্রথমবার গৌরদের হয়ে খেলেছিলেন। এরপর চলতি বছরের জানুয়ারিতে আবার গৌরদের দলে যোগ দেন।
Once a Gaur, Always a Gaur! Wishing our departing Gaurs the very best of luck for their next chapters 🧡💪🏻https://t.co/Bw0PIFkYMX#ForcaGoa #UzzoOnceAgain pic.twitter.com/04pXr8Jm4K
— FC Goa (@FCGoaOfficial) May 30, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)