সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অধীনে (AIFF) পুরুষদের অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ছত্তিশগড়ের নারায়ণপুরে শুরু হয়েছে। এআইএফএফের ক্যালেন্ডারে নতুন প্রতিযোগিতাটি স্বামী বিবেকানন্দ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ নামে পরিচিত। এটি ছত্তিশগড়ের নারায়ণপুরের রামকৃষ্ণ মিশন আশ্রমে খেলা হচ্ছে, যেখানে অভ্যন্তরীণ ফুটবল মাঠ, প্রশিক্ষণ সুবিধা এবং আবাসিকদের থাকার জায়গা রয়েছে। এই টুর্নামেন্টের মাধ্যমে ভারতের আগামী প্রতিভাদের যেখানে খুঁজে পাওয়া যাবে সেখানে ম্যাচ সেরাদের পুরষ্কার হিসেবে দেওয়া হয়েছে মাত্র ১ হাজার টাকা। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে সেই ম্যাচ সেরার একটি ছবি ভাইরাল হতেই নেটপাড়ায় সর্বভারতীয় ফুটবলের ভূমিকা নিয়ে এবং তরুণ তারকাদের প্রতি এই উদাসীনতা নিয়ে প্রশ্ন উঠেছে। সম্প্রতি প্রকাশিত অডিট রিপোর্টে যেখানে শুধু খবরের কাগজেই সর্বভারতীয় ফুটবলের খরচ ২ হাজারের বেশী সেখানে ভবিষ্যৎ-এর তরুণ তারকাদের আর্থিক পুরষ্কার পরিমাণ এত কম কেন সেই নিয়ে সবাই উদ্বিগ্ন, এধরনের ঘটনা যে তাঁদের উৎসাহে আঘাত হানতে পারে সেটাও উল্লেখ্য। AIFF Audit Report: প্রকাশিত সর্বভারতীয় ফুটবলের অডিট রিপোর্ট, মিটিংয়েই খরচ ৯২ লক্ষ টাকা!
দেখুন ছবি
📸 | ₹1000 cash reward for the Man Of The Match at the inaugural AIFF U20 tournament. 🫥 #IndianFootball pic.twitter.com/B3SRdtQsOB
— 90ndstoppage (@90ndstoppage) April 19, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)