টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে টানা তিন ইনিংসে সেঞ্চুরি করলেন ভারতীয় ব্যাটার তিলক ভার্মা (Tilak Varma)। রাজকোটে মেঘালয়ের বিরুদ্ধে হায়দরাবাদের সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০২৪-২৫ (Syed Mushtaq Ali Trophy 2024-25) এর উদ্বোধনী ম্যাচে ৬৭ বলে ১৫১ রান করে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি। তিলক মেঘালয়ের বিরুদ্ধে তিন নম্বরে ব্যাট করেন এবং ২২৫.৩৭ স্ট্রাইক রেটে ১৪টি চার ও ১০টি ছক্কা হাঁকান। ২২ বছর বয়সী তিলক দক্ষিণ আফ্রিকায় সেঞ্চুরিয়নে অপরাজিত ১০৭ রানের পর জোহানেসবার্গে অপরাজিত ১২০ রানের ইনিংস খেলে এরপর আসে তাঁর এই ইনিংস। এছাড়া প্রথম ভারতীয় পুরুষ ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে দেড়শ'র বেশি রান করেছেন তিনি। এর আগে ২০২২ সালে কিরণ নাভগিরে অপরাজিত ১৬২ রান করেন। তিনি এখন মহারাষ্ট্রের হয়ে খেললেও সিনিয়র মহিলা টি-টোয়েন্টি ট্রফিতে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে নাগাল্যান্ডের হয়ে সেই রান করেন তিনি। Hardik Pandaya: আইসিসি-র ক্রমতালিকায় টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের মধ্যে শীর্ষে চলে এলেন হার্দিক, টপকে গেলেন ইংল্যান্ডের লিভিংস্টোনকে
রেকর্ড তিলক ভার্মার
🚨 𝑯𝑰𝑺𝑻𝑶𝑹𝒀 🚨
𝐓𝐢𝐥𝐚𝐤 𝐕𝐚𝐫𝐦𝐚 𝐛𝐞𝐜𝐨𝐦𝐞𝐬 𝐭𝐡𝐞 𝐟𝐢𝐫𝐬𝐭 𝐛𝐚𝐭𝐭𝐞𝐫 𝐢𝐧 𝐓𝟐𝟎 𝐡𝐢𝐬𝐭𝐨𝐫𝐲 𝐭𝐨 𝐬𝐜𝐨𝐫𝐞 𝐭𝐡𝐫𝐞𝐞 𝐜𝐨𝐧𝐬𝐞𝐜𝐮𝐭𝐢𝐯𝐞 𝐜𝐞𝐧𝐭𝐮𝐫𝐢𝐞𝐬! 💯💯💯
Following his consecutive centuries against South Africa, he smashes a fabulous… pic.twitter.com/1jPRCJVSan
— Sportskeeda (@Sportskeeda) November 23, 2024
𝑻𝒊𝒍𝒂𝒌 𝑽𝒂𝒓𝒎𝒂 𝒉𝒂𝒔 𝒃𝒆𝒆𝒏 𝒖𝒏𝒔𝒕𝒐𝒑𝒑𝒂𝒃𝒍𝒆 𝒊𝒏 𝒕𝒉𝒆 𝒔𝒉𝒐𝒓𝒕𝒆𝒓 𝒇𝒐𝒓𝒎𝒂𝒕 🔥
He now holds the record for the highest individual score in the Syed Mushtaq Ali Trophy with a destructive 151-run knock 🇮🇳🌟#TilakVarma #India #T20s #Sportskeeda pic.twitter.com/FyE7LV9H5u
— Sportskeeda (@Sportskeeda) November 23, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)