এসএ-২০ (SA20) লিগের উদ্বোধনী মরশুমে মোট ৭০ মিলিয়ন ডলার (প্রায় ৩৩.৫ কোটি টাকা) পুরস্কার হিসেবে রাখা হবে যা দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় টাকা। আগামী ১০ জানুয়ারি কেপটাউনের নিউল্যান্ডসে (Newlands) মুখোমুখি হবে এমআই কেপটাউন (MI Cape Town) ও পার্ল রয়্যালস (Paarl Royals)। এই থেকে শুরু হবে এসএ-২০ (SA20) লিগ এবং শেষ হবে ১১ ফেব্রুয়ারি জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে ফাইনালের দ্বারা। এক মাসের মধ্যে দক্ষিণ আফ্রিকা জুড়ে মোট 33টি ম্যাচ, দুটি রাউন্ড রবিন লিগ, দুটি সেমিফাইনাল, এবং ফাইনাল খেলা হবে।
আইপিএলের ছ'টি দলের মালিকানা রয়েছে এসএ-২০ তে। এমআই কেপটাউন ও পার্ল রয়্যালসের মালিক যথাক্রমে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals), বাকিরা হলেন জোহানেসবার্গ সুপার কিংস (চেন্নাই সুপার কিংস), প্রিটোরিয়া ক্যাপিটালস (দিল্লি ক্যাপিটালস), ডারবানের সুপার জায়ান্টস (লখনউ সুপার জায়ান্টস) এবং সানরাইজার্স ইস্টার্ন কেপ (সানরাইজার্স হায়দরাবাদ)।
১০ জানুয়ারি এমআই কেপটাউন বনাম পার্ল রয়্যালসের মধ্যে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দেখা যাবে আফগানিস্তানের সুপারস্টার রাশিদ খান (Rashid Khan), ইংল্যান্ডের টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক জস বাটলার (Jos Buttler), প্রোটিয়া পেসার কাগিসো রাবাডা (Kagiso Rabada) ও দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ডেভিড মিলারকে (David Miller)।
R70 Million Prize Purse Announced. Now That’s What I call Cricket! https://t.co/LeymzVR16X #SA20 #Betway pic.twitter.com/ELPLkmK1iA
— SA20_League (@SA20_League) December 20, 2022
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)