সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার স্বপ্না গিলের বিরুদ্ধে ভারতের তারকা ক্রিকেটার পৃথ্বী শর করার মামলা সরিয়ে নেওয়ার আর্জি জানানো হয়েছে। স্বপ্নার আইনজীবী আজ, ১৩ মার্চ বম্বে হাইকোর্টে এই আবেদন করেন। বিচারপতি সুনীল বি শুক্রে ও বিচারপতি এমএম সত্যের ডিভিশন বেঞ্চে শুনানি সময় আর্জি পেশ করেন স্বপ্না গিলের আইনজীবী আলী কাশিফ খান। তিনি আদালতকে জানান, পৃথ্বীর প্রাণঘাতী কোনও আঘাত লাগেনি। আসলে তিনিই আহত হয়েছেন কিন্তু একটাও অভিযোগ নেওয়া হয়নি। খান দাবি করেন, শ্লীলতাহানির অভিযোগ থেকে রেহাই পেতেই গিলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন পৃথ্বী। উত্তরে আদালত জানায় এই ব্যাপারে তারা শুধু নোটিশ দিতে পারেন। খান অনুরোধ করছেন, যেখানে ঘটনাটি ঘটেছে, সেখানকার সিসিটিভি ফুটেজ সংরক্ষণের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হোক। আদালত সেটিকে তদন্তের বিষয় বলে ছয় সপ্তাহের জন্য মামলা মুলতুবি করা হয়েছে।
Prithvi Shaw Selfie Row:
Bombay High Court is hearing influencer Sapna Gill's plea to quash the FIR@PrithviShaw #Prithvishaw #SapnaGill pic.twitter.com/jUgOzNBykY
— Live Law (@LiveLawIndia) April 13, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)