New Zealand National Cricket Team vs West Indies National Cricket Team: নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল বনাম ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল, টি২০ সিরিজ (T20I Series)-এর প্রথম ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ৫ নভেম্বর মুখোমুখি হবে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ (NZ বনাম WI)। অকল্যান্ডের এডেন পার্কে (Eden Park, Auckland) আয়োজিত হয়েছে এই ম্যাচ। যেখানে নিউজিল্যান্ডের অধিনায়কের দায়িত্বে রয়েছেন মিচেল স্যান্টনার (Mitchell Santner)। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কের দায়িত্বে রয়েছেন শাই হোপ (Shai Hope)। যেহেতু এই মাঠে প্রচুর রান আসে তাই টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। NZ vs WI 1st T20I Live Streaming: নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, প্রথম টি২০ ম্যাচ; ভারতে কোথায় দেখবেন ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড?
ওয়েস্ট ইন্ডিজের একাদশঃ শাই হোপ (অধিনায়ক), অ্যালিক আথানাজে, ব্র্যান্ডন কিং, রোস্টন চেজ, আকিম অগাস্টে, রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, ম্যাথু ফোর্ড, আকিল হোসেন, জেডেন সিলস।
নিউজিল্যান্ডের একাদশঃ টিম রবিনসন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), রচিন রবীন্দ্র, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, মাইকেল ব্রেসওয়েল, জেমস নিশাম, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জাকারি ফক্স, কাইল জেমিসন, জ্যাকব ডাফি।
নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি২০ ম্যাচ
West Indies begin an all-format New Zealand tour with the first T20I in Auckland. Mitchell Santner wins the toss and puts the visitors in to bat #NZvWI
Follow ball-by-ball: https://t.co/PCWuivz34r pic.twitter.com/gKPFw9bflB
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 5, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)