চ্যাম্পিয়ন্স ট্রফির হতাশাজনক পারফরম্যান্স পিছনে ফেলে নতুন সূচনার আশা করেছিল পাকিস্তান, কিন্তু র বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয় টি-টোয়েন্টিতেও মুখ থুবড়ে পড়ল তারা। দুই ম্যাচ জিতে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ লিড নিয়ে নিল কিউয়িরা।
রবিবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে কাইল জেমিসনের বিধ্বংসী স্পেলের সামনে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে যায়। মাত্র ৯১ রানে অলআউট হয়ে যায় তারা। এরপর পাকিস্তানের দেওয়া ৯২ রানের লক্ষ্য তুলতে নিউজিল্যান্ডের লাগে মাত্র ১০ ওভার ১ বল। মঙ্গলবার খেলা দ্বিতীয় টি টোয়েন্টিতে টসে জিতে বল করে নিউজিল্যান্ড। এরপর বোলারদের অসাধারণ পারফরম্যান্সে পাকিস্তানকে ১৩৫ রানে আটকে দেয় নিউজিল্যান্ড। ইশ সোধি (২-১৭), জ্যাকব ডাফি (২-২০), বেন সিয়ার্স (২-২৩) এবং জিমি নিশাম (২-২৬) -সকলেই দুটি করে উইকেট পান। পাকিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র সফল অধিনায়ক সলমান আলি আঘা।তিনি করেন ২৮ বলে ৪৬ রান। বাকিদের মধ্যে সাদাব খান ও সাহিন আফ্রিদি কিছুটা লড়াই করলেও তাতে স্কোরে কোনও প্রভাব পড়েনি। ডানেডিনে জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নামে মাইকেল ব্রেসওয়েল এর নেতৃত্বাধীন দল। ১৩ ওভার ১ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেন ব্ল্যাক ক্যাপসরা। টিম শেফার্ট ও ফিন এলেন এর ৪৫ ও ৩৮ রানের সৌজন্যে লক্ষ্যের অনেকটাই পূরণ হয়ে যায়। এরপর কয়েকটি উইকেট পড়লেও ম্যাচে আধিপত্য রেখে জয় ছিনিয়ে নেয় তারা।
New Zealand win the second T20I of the five-match series by 5 wickets.#NZvPAK | #BackTheBoysInGreen pic.twitter.com/XyND2MaDc1
— Pakistan Cricket (@TheRealPCB) March 18, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)