ওডিআই সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ (Whitewash) করল টিম ইন্ডিয়া (Tam India)। বৃষ্টি বিঘ্নিত তৃতীয় ম্যাচে (IND vs WI 3rd ODI 2022) ১১৯ রানে জয় ছিনিয়ে নিয়ে ৩-০-তে সিরিজ জিতলেন শিখর ধাওয়ানরা। সিরিজের শেষ ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ভারত জিতল ১১৯ রানে। এদিকে, অধিনায়ক হিসাবে নতুন নজির গড়লেন শিখর ধবন। ওই নজির নেই সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহলি, সুরেশ রায়নাদের। ভারতের প্রথম অধিনায়ক হিসেবে এক দিনের ক্রিকেটে মাটিতে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করলেন তিনি।
বুধবার পোর্ট অব স্পেনে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ধাওয়ান। ভারতের ইনিংস ৩৬ ওভার খেলা হওয়ার পর বৃষ্টি নামে। তখন ভারতের রান ৩ উইকেটে হারিয়ে ২২৫। ডাকওয়ার্থ সুইস পদ্ধতিতে ম্যাচের ওভার সংখ্যা কমে হয় ৩৫। ৩৫ ওভারে জয়ের জন্য ক্যারিবিয়ানদের লক্ষ্য দাঁড়ায় ২৫৭ রান। জবাবে ব্যাট করতে নেমে ১৩৭ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
টুইট:
#WIvsIND ODI | India (225/3) beat West Indies by 119 runs (DLS) in Port of Spain, in the third ODI to clean sweep the series 3-0 pic.twitter.com/rpNqsypSUP
— ANI (@ANI) July 27, 2022
ম্যাচের হাইলাইটস দেখুন এই লিঙ্কে ক্লিক করে: https://www.fancode.com/cricket/videos/ind-thrash-wi-by-119-runs/35601
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)