IND vs NZ 2nd Test Day 2 Tea Break: পুনেতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে মাত্র ১০৬ রানে ৯ উইকেট হারিয়ে ভারত মাত্র ১৫৬ রানে অলআউট হয়ে যায় এবং প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ১০৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করে। সাবলীল ব্যাটিং করলেও এই ইনিংসেও অসামান্য বোলিং করে ডেভন কনওয়েকে ১৭ রানে আউট করেন ওয়াশিংটন সুন্দর। এরপর টম ল্যাথামের সঙ্গে ব্যাট করতে আসা উইল ইয়ং ২৩ রান করে ব্রেকের কিছুক্ষণ আগেই আউট হন অশ্বিনের বলে। শেষ সেশনে কিউই অধিনায়ক ল্যাথামের সঙ্গে ব্যাট করবেন বেঙ্গালুরু টেস্টের ম্যাচ সেরা রচিন রবীন্দ্র। দ্বিতীয় ইনিংসে কিউইদের স্কোর-৮৫/২, এগিয়ে ১৮৮ রানে। এর আগে টেস্ট ইনিংসে তিনটির বেশি উইকেট নিতে না পারা স্যান্টনার ৭/৫৩ ও গ্লেন ফিলিপস ২টি উইকেট নেন। প্রথম দিনের শেষে রোহিত শর্মার একমাত্র উইকেট পান পেসার টিম সাউদি। IND vs NZ 2nd Test India Innings: স্যান্থনারের ৭ উইকেটে ১৫৭ রানে অলআউট ভারত, পিছিয়ে ১০৩ রানে
ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট দ্বিতীয় দিন, দ্বিতীয় সেশনের স্কোরকার্ড
It's Tea on Day 2 of the second #INDvNZ Test!
2⃣ strikes with the ball before the break for #TeamIndia! 👌 👌
The Third & Final Session of the Day to begin soon! ⌛️
Scorecard ▶️ https://t.co/YVjSnKCtlI@IDFCFIRSTBank pic.twitter.com/TSGJ1BmCBE
— BCCI (@BCCI) October 25, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)