আইসিসি-র সদ্য প্রকাশিত টেস্ট বোলিং র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এলেন ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসনকে টপকে এক নম্বরে উঠে এলেন তিনি। নয়াদিল্লিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ছয় উইকেট নিয়ে শীর্ষে উঠে এলেন অশ্বিন। ওয়েলিংটন টেস্টে ইংল্যান্ডের নিউজিল্যান্ডের কাছে এক রানে হারের পর দ্বিতীয় স্থানে নেমে এসেছেন অ্যান্ডারসন। ৩৬ বছর বয়সী অশ্বিন ২০১৫ সালে প্রথমবার টেস্ট র‍্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার হন। এরপর একাধিকবার শীর্ষে ফিরেছেন তিনি। ইন্দোর ও আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি বর্ডার-গাভাস্কার ট্রফিতে দেশের মাটিতে ভারতের বাকি দু'টি টেস্টের মধ্য দিয়ে অশ্বিনের কাছে সুযোগ রয়েছে এক নম্বর স্থান ধরে রাখার।

দেখুন পোস্ট

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)