আফগানিস্তান বনাম বাংলাদেশের সুপার এইটের হাড্ডাহাড্ডি ম্যাচে এক মজার ঘটনা দেখল ক্রিকেট ভক্তরা। সকাল থেকেই বৃষ্টি বারবার বাঁধা এনেছে এই ম্যাচে। বাংলাদেশ এর ইনিংস চলাকালীন ১১.৪ ওভার চলাকালীন আবারও বৃষ্টি নামে মাঠে। তখন ৮১ রানে ৭ উইকেট হারিয়ে লড়াই চালাচ্ছে লিটন দাসরা। ১২.১ ওভারে লক্ষ্যমাত্রা ছুঁতে পারলে সেমিতে যাওয়ার টিকিট কনফার্ম ছিল শান্তদের। কিন্তু সেই বাঁধা ছুঁতে না পারায় তাঁরা আর পাঁচটা সাধারণ ম্যাচের মতন খেলা শুরু করেছিল। কিন্তু বৃষ্টি এসে যাওয়ায় দেখা যায় ডাকওয়ার্থ লুইস নিয়ম অনুসারে এগিয়ে আছে আফগানরা। তখনই কোচ জোনাথন ট্রট খেলার গতি কমাতে মাঠের বাইরে থেকে নির্দেশ দেন। তখনই হঠাৎ করে স্লিপিং পজিশনে দাঁড়িয়ে থাকা গুলবদন নাইব সেই নির্দেশ দেখে হ্যামস্ট্রিং ধরে মাঠের মধ্যে শুয়ে পড়েন। আফগান অধিনায়ক রশিদ খান সেই নির্দেশ না দেখায় গুলবদনের দিকে ছুটে যান তিনি। শেষমেশ মাঠের বাইরেই চলে যান গুলবদন।

দেখুন সেই মজার মুহুর্ত-

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)