ভারতের পি ভি সিন্ধু, উন্নতি হুডা, চিরাগ ও সাত্বিক জুটি চায়না ব্যাডমিন্টন ওপেনে (China Open Super 1000) প্রথম রাউন্ডে জয় পেয়েছেন। গতকাল চীনের অলিম্পিক স্পোর্টস সেন্টারে মহিলাদের সিঙ্গলসে ভারতের পি ভি সিন্ধু প্রথম রাউন্ডে জাপানের তোমোকা মিয়াজাকিকে তিন সেটে ২১-১৫, ৮-২১,২১-১৭ তে হারিয়েছেন।

দ্বিতীয় রাউন্ডে পিভি সিন্ধু

১৭ বছরের উন্নতি হুডার জয়

অন্য ম্যাচে উন্নতি হুডা স্কটল্যান্ড এর কিরস্টি গিলমোর (Kirsty Gilmour) এর বিপক্ষে দুই সেটে ২১-১১,২১-১৬ তে জয় পেয়েছেন।

পুরুষদের ডাবলস জুটি চিরাগ শেট্টি ও সাত্বিক সাইরাজ র‍্যাঙ্কিরেড্ডি, জাপানের হিরোকি ওকামুরা ও কেনিয়া মিৎসুহাসিকে দুই সেটে ২১-১৩,২১-৯ এ পরাজিত করেছেন। মহিলাদের ডাবলসে রুতপর্ণা পাণ্ডা ও স্বেতাপর্না পাণ্ডা প্রথম রাউন্ডে হংকংয়ের ইয়েং তিং ও ইয়েং পুই লামের বিরুদ্ধে পরাজিত হয়েছেন।

পুরুষদের ডাবলস জুটি চিরাগ শেট্টি ও সাত্বিক সাইরাজ র‍্যাঙ্কিরেড্ডি দ্বিতীয় রাউন্ডে গেলেন- 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)