India vs Pakistan Asia Cup Final: সপ্তাহ দুয়েক আগেও সোশ্য়াল মিডিয়া জুড়ে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে যে ক্ষোভটা তৈরি হয়েছিল সেটা কমে গিয়েছে। পহেলগাম হামলা, অপারেশন সিঁদুর, দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতির পর প্রথমবার বাইশ গজে মুখোমুখি হওয়া নিয়ে প্রশ্ন তুলেছিল আম ভারতীয়রা। সন্ত্রাসে মদত দেওয়া পাকিস্তানের সঙ্গে খেলা কেন? সরাসরি সেই জবাব সরকারের কাছে চেয়েছিল দেশবাসী। ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে এশিয়া কাপের গ্রুপ লিগে পাকিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার ম্যাচের আগে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছিল, উঠেছিল বয়কটের ডাক। কিন্তু এরপর গত রবিবার সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে তেমন একটা ক্ষোভ দেখা যায়নি। এবার পালা ফাইনালের।

টানা তিনটি রবিবার বাইশ গজে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। ভারত-পাকিস্তান ম্যাচ যেন অভ্যাস পরিণত হয়ে গিয়েছে। তাই আর ক্ষোভ, বয়কটের ভয় পাচ্ছে না কেউ। এমন আবহে আগামিকাল, রবিবার এশিয়া কাপে হতে চলা ভারত বনাম পাকিস্তান ফাইনাল ম্য়াচ বড় পর্দায় সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্ত নিল PVR INOX। ভারতের তাদের শতাধিক প্রেক্ষাগৃহে রবিবার রাত ৮টা থেকে ম্যাচ সরাসরি প্রদর্শন করবে পিভিআর-আইনক্স। সিনেমার বদলে এই চেনের মাল্টিপ্লেক্সে দেখানো হবে ভারত-পাকিস্তান ফাইনাল।

দেখুন খবরটি

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)