West Bengal Doctor: ডাক্তারের প্যাডে তাঁর নাম লেখা সুভাষ। টাইটেল, আর মোবাইলটা তাঁর গোপনীয়তা অধিকারের জন্যই আড়াল করে রাখা। দক্ষিণ ২৪ পরগণার বাসন্তীর সোনাখালি বাজার বিডি ও রোডে তাঁর চেম্বার। তাঁর রোগী দেখার সময় সকাল ৭টা থেকে সাড়ে ১২টা। আর বিকেল ৩টে থেকে সন্ধ্যা সাড়ে ৭টা। এই পর্যন্ত সব ঠিকই ছিল। সেটাও লেখা রয়েছে তাঁর প্যাডে। তিনি রোগীকে প্রেসক্রিপশনে লিখে দিয়েছেন কিছু টেস্ট ও ওষুধ।
কিন্তু চোখটা আটকে যাবে ডাক্তারের শিক্ষাগত যোগ্যতায়। এমডি বা ডাক্তার সংক্রান্ত কোনও বিশেষ ডিগ্রি নয়, বাসন্তীর এই ডাক্তারের শিক্ষাগত যোগ্যতা হিসেবে লেখা আছে, বিএ (ইংরেজি অনার্স), এমএ। জেনারেল ফিজিশিয়ান হিসেবে তাঁর ২৮ বছরের অভিজ্ঞতার কথাও উল্লেখ করা হয়েছে তাঁর প্যাডে। ডাক্তার বাবু ইংরেজিতে এমএ পাশ করার পাশাপাশি ডাক্তারি সংক্রান্ত কী পড়েছেন তার উল্লেখ নেই ভাইরাল পোস্টটিতে।
আরও পড়ুন-উদ্বোধনী অনুষ্ঠানে নদীতে তলিয়ে গেল ইতালির পতাকাবাহক অ্যাথলিটের বিয়ের আংটি
দেখুন ছবিতে
Are people this blind?🤡
(See his designation)#MedTwitter pic.twitter.com/lCHYvvAqfV
— purpleready (@epicnephrin_e) July 27, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)