Satara Doctor Death Case: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে এবার পথে মহারাষ্ট্রের চিকিৎসকরা। চোখে জল নিয়ে সহকর্মীর বিচার চাইলেন চিকিৎসকরা। মুম্বই থেকে পুণে, সর্বত্র মোমবাতি হাতে মিছিল করলেন ডাক্তাররা। বিচারের দাবিতে পা মেলালেন সাধারণ মানুষও। মহারাষ্ট্রের সাতারায় এক সরকারি হাসপাতালের ২৮ বছরের মহিলা ডাক্তারের আত্মহত্যা কাণ্ডে তোলপাড় গোটা দেশ। প্রমাণ লোপাটের আশঙ্কায় হাতের তালুতে সুইসাইড নোটে তাঁর মৃত্য়ুর পিছনে ধর্ষণ, শ্লীলতাহানির মত বিষয়ে পুলিশ কর্তাদের দায়ি করে যান সেই মহিলা ডাক্তার। সাতারার এক হোটেলে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়েছিল। মৃতার বাঁ হাতের তালুতে লেখা একটি বিস্ফোরক চিঠিতে, মহারাষ্ট্র পুলিশের একজন পুলিশ সাব-ইন্সপেক্টর গোপাল বাদন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রশান্ত বাঁকারকে অভিযুক্ত করা হয়েছে, পাঁচ মাস ধরে তাকে ধর্ষণ করা হয়ে বলে সেই মৃতা ডাক্তার সুইসাইড নোটে লিখে যান।
মৃতার আত্মীয় ও সহকর্মীরা দাবি করেছেন যে তাকে ময়নাতদন্ত ও চিকিৎসা রিপোর্ট পরিবর্তনের চাপে ছিলেন, যা তাঁর মানসিক চাপ বাড়িয়েছিল। পুলিশের আরও কয়েকজন আধিকারীকদের এক সাংসদেরও নাম জড়ায় এই আত্মহত্য়া কাণ্ডে। মহারাষ্ট্রের বিভিন্ন স্থানে, যেমন মুম্বই, পুনে এবং সাতারায়, চিকিৎসকরা ২০২৫ সালের মোমবাতি মিছিল করেন। এই মোমবাতি মিছিলে মৃতা চিকিৎসককে শ্রদ্ধা এবং তাঁর ন্যায়বিচারের জন্য বিভিন্ন দাবি করা হয়।
দেখুন ছবিতে
Doctors held a candlelight march across Maharashtra to pay tribute to the 28-year-old woman medical officer found dead in a Phaltan hotel room on Thursday.
- @purnima_sah_ reports
📸Special Arrangement pic.twitter.com/YRuXzxhZXR
— The Hindu (@the_hindu) October 27, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)