দিন কয়েক আগে ঋষিকেশের যোগনগরী স্টেশনে চড়ে বেরাচ্ছিল মস্ত সাপ। সেই দৃশ্য দেখে তো চক্ষু চড়কগাছ হয়েছিল ট্রেনের জন্যে অপেক্ষা করা প্ল্যাটফর্মের যাত্রীদের। এবার প্ল্যাটফর্ম থেকে সোজা ট্রেনে উঠে পড়ল সাপ (Snake)। দূরপাল্লার ট্রেনের কামরায় সাপ দেখে আতঙ্কে কাঁটা যাত্রীরা। মধ্যপ্রদেশের জবলপুর থেকে মুম্বইগামী গরীবরথ এক্সপ্রেসের G17 কামরায় সাপ দেখে হইচই কাণ্ড বেঁধে যায় যাত্রীদের মধ্যে। কামরার উপরের আসনের ধারে থাকা লোহার রড ধরে বাইছিল সাপটি। ট্রেনের কামরার সেই ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। জানা যাচ্ছে, ট্রেনের কামরায় সাপের উপস্থিতি জানতে পারা মাত্রই যাত্রীদের অন্য একটি কামারায় নিয়ে যাওয়া হয়। এরপর G17 চারিদিক থেকে বন্ধ করে দেওয়া হয়। পরে সাপটিকে উদ্ধার করা হয় ট্রেনের কামরা থেকে।
আরও পড়ুনঃ ঋষিকেশের প্ল্যাটফর্মে বাইছে মস্ত সাপ, আতঙ্কে কাঁটা যাত্রীরা
ট্রেনের মধ্যে সাপ...
🎥 Watch | Snake In A Train Going To Mumbai, Passengers Run From Their Seats pic.twitter.com/UVxAtPeUlh
— NDTV (@ndtv) September 22, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)