জলের অপর নাম জীবন, এ মহাবাক্য আমাদের সকলেরই জানা। প্রখর তাপে এক গ্লাস পানীয়জল অমৃত সমান।  আজ জানুন শংকরলাল সোনির (Shankarlal Soni) কথা, যাঁকে জব্বলপুরের জলমানুষ (Waterman of Jabalpur) বলা হয়ে থাকে। গত  ২৬ বছর ধরে তিনি বিনামূল্য মানুষকে জলপান করিয়ে চলেছেন। হ্যাঁ, ২৬ বছর ধরে নিজের সাইকেলেই ১৮ ব্যাগ জল নিয়ে শংকরলাল সোনি বেরিয়ে পড়েন জব্বলপুরের পথে পথে। সঙ্গে থাকে জলের বোতলও। তৃষ্ণার্ত কাউকে দেখলেই এগিয়ে দেন জল। এনিয়মের কোনও ব্যাতিক্রম হয় না। শংকরলাল সোনি ANI-কে জানান,  “বোতল ছাড়াও ১৮টি জলের ব্যাগ আমার সঙ্গে থাকে। প্রত্যেকটিতে ৫ লিটার করে জল থাকে। দিনে তিনবার ওই ১৮টি ব্যাগে আমায় জল ভর্তি হয়।”

ভাইরাল ভিডিও

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)