লখনউ, ২৯ ডিসেম্বর: সমাজবাদী পার্টির সরকার ক্ষমতায় এলে ষাঁড়ের আক্রমণে মৃতদের পরিবারের সদস্যদের মিলবে ৫ লক্ষ টাকার ক্ষতিপূরণ। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav) বুধবার টুইটারে এহেন পোস্ট করতেই তা ভাইরাল হয়েছে। তারপর থেকে এই পোস্টকে ঘিরে একের পর এক হাস্যকর ছবি, মিম পোস্ট হয়ে চলেছে। নতুন বছরেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। ক্ষমতাসীন যোগী সরকারের সবথেকে বড় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বি এখানে সমাজবাদী পার্টি। আর যোগীর রাজ্যে গত কয়েক বছরে বেওয়ারিশ ষাঁড়ের হামলায় বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তালিকায় কৃষকদের সংখ্যা সবথেকে বেশি। প্রচুর ফসল নষ্ট হয়েছে। এহেন ঘটনার কোনও স্থায়ী সমাধান হয়নি। ভোটের বাজারে সেই সমস্্যার সুরাহার প্রতিশ্রুতি দিলেন অখিলেশ যাদব।
দেখুন টুইট
— Samajwadi Party (@samajwadiparty) December 28, 2021
UP people's after this https://t.co/F9GSoVs4Kr pic.twitter.com/WbvCnFFU6l
— invincible_SQuI (@Invincible_Squi) December 28, 2021
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)