ছত্রপতি  শিবাজি মহারাজ জয়ন্তী ২০২৩ঃ মারাঠা যোদ্ধা রাজা শিবাজি মহারাজের জন্মবার্ষিকী পালন হচ্ছে গোটা দেশ জুড়ে। হিন্দু ক্যালেন্ডার অনুসারে, এই বছরটি মারাঠা রাজ্যের প্রতিষ্ঠাতার ৩৯৩তম জন্মদিন। তাঁর জন্মদিনে দেশের প্রধানমন্ত্রী থেকে অন্যান্য নেতৃবর্গ টুইট বার্তায় তাঁকে শ্রদ্ধা জানান।

প্রধানমন্ত্রী লেখেন- আমি ছত্রপতি শিবাজী মহারাজকে তাঁর জয়ন্তীতে শ্রদ্ধা জানাই। সুশাসনের প্রতি তার সাহস ও জোর আমাদের অনুপ্রাণিত করে।

 কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী লেখেন-অদম্য সাহস, বীরত্ব ও বীরত্বের প্রতীক ছত্রপতি শিবাজী মহারাজকে তাঁর জন্মবার্ষিকীতে জানাই প্রণাম।

 

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে লেখেন- 

ছত্রপতি শিবাজী মহারাজকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি, পরাক্রমশালী যোদ্ধা যোদ্ধা, মহান সাহস ও বীরত্বের প্রতীক, মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, দক্ষ প্রশাসক, ভারতের অনুপ্রেরণার উৎস।আপনাদের সবাইকে শিব জয়ন্তীর শুভেচ্ছা।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে লেখেন- ছত্রপতি শিবাজী মহারাজ জয়ন্তী ।অখন্ড ভারতের আরাধ্য দেবতা, হিন্দু স্বরাজের প্রতিষ্ঠাতা মহারাজাধিরাজকে নমস্কার #ছত্রপতি #শিবাজী_মহারাজ #শিবজয়ন্তী

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ বলেন- হিন্দু স্বরাজ্যের প্রধান প্রতিষ্ঠাতা, আমাদের আরাধ্যাবত, তেজস্বী, মহাপ্রতাপী,

ছত্রপতি শিবাজী মহারাজের জন্মবার্ষিকীতে শ্রদ্ধার মুজরা!

সবাইকে শিব জয়ন্তীর শুভেচ্ছা!

#শিবজয়ন্তী #ছত্রপতিশিবাজীমহারাজ

 

উদ্ধব পুত্র আদিত্য ঠাকরে লেখেন- সংকল্পের মহামেরু।অনেক মানুষ যাকে সমর্থন করে।

সেই শাশ্বত অবস্থার নির্ধারক। শ্রীমন্ত যোগী।শ্রী ছত্রপতি শিবাজী মহারাজকে তাঁর জন্মবার্ষিকীতে শুভেচ্ছা!

 

ন সি পি নেতা শরদ পাওয়ার বলেন_ছত্রপতি শিবাজী মহারাজ স্বরাজ্য সৃষ্টি করে রায়টদের মনে সুর্য উপলব্ধি করেছিলেন। ছত্রপতি শিবাজী মহারাজের উজ্জ্বল কৃতিত্বকে স্যালুট, যিনি বিশ্বের সামনে সুশাসনের আদর্শ স্থাপন করেছিলেন, জনমুখী এবং জনকল্যাণমুখী শাসক! সবাইকে শিব জয়ন্তীর শুভেচ্ছা।

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)