রবিবার গুরুতর অসুস্থ অবস্থায় সান ফ্রানসিসকোর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু চিকিৎসার সময় পাওয়া গেলনা। সোমবার ভারতীয় সময় সকাল ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিশ্ববরেণ্য তবলাবাদক জাকির হোসেন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭৩।

রবিবার রাতে তাঁর মৃত্যুর খবর নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। সরকারী ওয়েবসাইট থেকে দেশ-বিদেশের প্রায় সমস্ত সংবাদমাধ্যম তাঁদের প্রতিবেদনে জাকিরের মৃত্যুর খবর জানিয়েছিল। কিন্তু সেই খবরকে নস্যাৎ করে ভাইপো আমির অউলিয়া দাবি করেন, কাকা এখনও বেঁচে রয়েছেন। সকলে ওঁনার জন্য প্রার্থনা করুন। কিন্তু সোমবার সকালে পরিবারের পক্ষ থেকে একটি বিশেষ বার্তায় জানিয়ে দেওয়া হয় প্রয়াত হয়েছেন কিংবদন্তি তবলাবাদক, সঙ্গীতজ্ঞ জাকির।

তাঁর মৃত্যু মানে থেমে যাওয়া যাদুকরী তবলার বোল। সেই তবলার বোলে ও ছন্দে তাঁকে স্মরণ করলেন ভাদোদরার মহারাজা সায়াজিরাও ইউনিভার্সিটি অফ বরোদার  ছাত্র ছাত্রীরা। দেখুন সেই ভিডিও-

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)