ওমিক্রনের (Omicron) থাবা কি এবার গোয়ায় (Goa) ? কর্ণাটক (Karnataka) , মহারাষ্ট্র (Maharashtra), রাজস্থানের পর করোনার এই নয়া প্রজাতি গোয়ায় থাবা বসিয়েছে বলে মনে কা হচ্ছে। যা নিয়ে জল্পনা শুরু হতেই বিষয়টি নিয়ে মুখ খোলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত (Pramod Sawant)। তিনি বলেন, রাশিয়া থেকে দিল্লি হয়ে গোয়ায় আসেন কয়েকজন পর্যটক। করোনার পরীক্ষার পর তাঁদের রিপোর্ট পজিটিভ আসে। তবে রাশিয়া থেকে আগতরা ওমিক্রনে আক্রান্ত কি না, তা এখনও বলা যাচ্ছে না। রিপোর্ট পাঠানো হয়েছে পুণেতে। সেখান থেকে বিষয়টি নিয়ে কিছু বলা হলে, তবেই এ ব্যাপারে সব জানা যাবে বলে জানান প্রমোদ সাওয়ান্ত। তবে মানুষ যাতে বিষয়টি নিয়ে অযথা চিন্তা না করেন, সে বিষয়েও প্রত্যেকের কাছে আবেদন জানান গোয়ার মুখ্যমন্ত্রী।

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)