বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নেমেই রেকর্ড করে ফেললেন বিরাট কোহলি। ব্যাট করতে নামার আগেই এই রেকর্ড স্পর্শ করেছেন তিনি।ভারতীয় ক্রিকেটারদের মধ্যে  আইসিসি আয়োজিত একদিনের বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড ছিল এতদিন অনিল কুম্বলের দখলে। তিনি ৫০ ওভারের বিশ্বকাপে নিয়েছিলেন ১৪টি ক্যাচ। কিন্তু আজ অস্ট্রেলিয়ার ইনিংসের তৃতীয় ওভারে মিচেল মার্শের ক্যাচ নিতেই রেকর্ড গড়ে ফেলে বিরাট। জসপ্রীত বুমরার বলে মিচেল মার্শের শট ব্যাটের কানায় লেগে স্লিপের দিকে গেলে বাঁ দিকে ডাইভ দিয়ে দু’হাতে ক্যাচ তালুবন্দি করেন বিরাট। এই ক্যাচটি নিতেই ওডিআই বিশ্বকাপে  ১৫তম ক্যাচ ধরে জাম্বোর রেকর্ড টপকে যান বিরাট কোহলি।

 

 

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)