এক নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে উত্তরাখণ্ডে (Uttarakhand)। একটানা বৃষ্টির (Heavy Rain) জেরে কেদারনাথগামী (Kedarnath) পূণ্যার্থীরা বিপাকে পড়েছেন। অতি বৃষ্টিতে পাহাড়ে যে কোনও সময় ধস নামতে পারে। ফলে দ্রুত গতিতে পূণ্যার্থীদের সরানোর কাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলাকারী বাহিনী। সোনপ্রয়াগ-মুনকাটিয়ার রাস্তা থেকে একের পর এক দেকারনাথমুখী মানুষকে উদ্ধার করা হচ্ছে। এখনও পর্যন্ত ৮৩৩ জন পুরুষ এবং ৪৩৬ জন মহিলাকে উদ্ধার করা হয়েছে। এসডিআরএফ, এনডিআরএফ এবং ডিডিআরএফ এক নাগাড়ে কাজ শুরু করেছে। কেদারনাথে যেতে গিয়ে এক নাগাড়ে বৃষ্টিতে যাতে কোনও ক্ষয়ক্ষতির মুখে মানুষকে পড়তে না হয়, তার জন্য স্থানীয় প্রশাসন কাজ শুরু করেছে জোর কদমে। কোনও পূণ্যার্থী যাতে আটকে না পড়েন মাঝ রাস্তায়, তার জন্য কাজ শুরু হয়েছে বলে জানানো হয় রুদ্রপ্রয়াগের স্থানীয় প্রশাসনের তরফে।
দেখুন কেদারনাথমুখী মানুষকে কীভাবে নিরাপদ জায়গায় সরাচ্ছে বিপর্যয় মেকাবিলাকারী বাহিনী...
Uttarakhand | Till now, SDRF, NDRF and DDRF have rescued 833 male and 436 female devotees on the Kedarnath route amid continuous rainfall, disrupting the Sonprayag-Munkatia route. Efforts are ongoing to restore the route: District Administration, Rudraprayag
(DM Rudraprayag) pic.twitter.com/wYD7ePLVaq
— ANI (@ANI) June 26, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)